দেশে নিয়ন্ত্রণহীনভাবে চলা ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তা প্রশ্নে দীর্ঘদিন বিতর্ক চলছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট গবেষণা করে নতুন বৈদ্যুতিক অটোরিকশা তৈরি করেছে। গবেষকরা বলছেন এটি পরিবেশবান্ধব এবং নিরাপদ বিকল্প হতে পারে।
বুয়েটের তৈরি ই-রিকশা দেখতে সাধারণ অটোরিকশার মতো হলেও প্রযুক্তি ও মানের দিক থেকে ভিন্ন। একবার চার্জে এটি প্রায় ৭০ কিলোমিটার চলতে পারে এবং সর্বোচ্চ গতি রাখা হয়েছে ঘণ্টায় ৩০ কিলোমিটার। এতে রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক, আলাদা পার্কিং ব্রেক, আধুনিক হেডলাইট, ক্যানোপি ও উইন্ডশিল্ডসহ প্রায় ১৫ ধরনের সুরক্ষা ব্যবস্থা। ব্যাটারি পুনর্ব্যবহারযোগ্য হওয়ায় এটি পরিবেশবান্ধবও।
তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন বাজারে আগেই এ ধরনের অনেক ব্যাটারিচালিত রিকশা আছে। তারা বলেন প্রকল্পের উন্নতি হলেও বাস্তবায়ন কতটা কার্যকর হবে তা এখনও অনিশ্চিত। আগস্ট পেরিয়ে গেলেও ঢাকার রাস্তায় এই নতুন রিকশার দেখা মেলেনি।
অন্যদিকে সরকার জানিয়েছে পরীক্ষামূলকভাবে রাজধানীর নির্দিষ্ট এলাকায় চালুর পরিকল্পনা রয়েছে। চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্সের পর ধাপে ধাপে ই-রিকশা নামানো হতে পারে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।