শুক্রবার, ০২ মে, ২০২৫ English

পরীক্ষামূলক সম্প্রচার

English
সর্বশেষ

বোমার হুমকিকে উড়োখবর বলছে বিমান, রোম ফ্লাইটের নিরাপদে ঢাকায় অবতরণ

বোমার হুমকিকে উড়োখবর বলছে বিমান, রোম ফ্লাইটের নিরাপদে ঢাকায় অবতরণ
বোমার হুমকিকে উড়োখবর বলছে বিমান, রোম ফ্লাইটের নিরাপদে ঢাকায় অবতরণ
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ২২, ২০২৫ ০১:৪০ অপরাহ্ন

বোমার হুমকির মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম থেকে আসা একটি ফ্লাইট নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।যাত্রী ক্রুরা সবাই নিরাপদেই আছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, এখন মনে হচ্ছে ওটা ছিল একটাউড়োখবর। বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি অবতরণের পর ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, বিমানের রোম ফ্লাইটে বোমা আছে বলে অচেনা নম্বর থেকে আমরা একটা হুমকি পাই। এরপর আমরা যথাযথ প্রটোকল অনুসরণ করে ব্যবস্থা নিই। আমাদের রোম ফ্লাইটে থ্রেট একটা ছিল। আমরা সবরকম ব্যবস্থা নিয়েছিলাম।

আ/মি

 18
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।