শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ

সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ১২, ২০২৫ ০২:৩৯ অপরাহ্ন

সাকিব-লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বিসিবি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল, সাকিবের পাশাপাশি লিটন দাসও বাদ পড়লেন। বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় সাকিব, আর লিটন দাসও একই রাস্তায় হেঁটেছেন।

১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেধে দিয়েছিল আইসিসি। তাই আজ (১২ ফেব্রুয়ারি) দুপুরেই সংবাদ সম্মেলনে আসন্ন মেগা ইভেন্টটির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি, যা চলবে মার্চ পর্যন্ত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব নাহিদ রানা।

আ/মি

 147
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।