শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

ভারত-পাকিস্তান প‌রি‌স্থি‌তি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা

ভারত-পাকিস্তান প‌রি‌স্থি‌তি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা
ভারত-পাকিস্তান প‌রি‌স্থি‌তি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা
সর্বশেষ উপলব্ধ: মে ০৭, ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন

ভারত পাকিস্তাননের সংঘাতময় রিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। রিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার দুই সপ্তাহের মাথায় সামরিক সংঘাতে জড়িয়েছে দুই দেশ। বুধবার ( মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে।

বিবৃতিতে বলা য়েছে, বাংলাদেশ সরকার ভারত পাকিস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং উভয়পক্ষকে শান্ত থাকার পাশাপাশি সংযম দেখানোর অনুরোধ করছে। পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

এতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা হ্রাস পাবে এবং এই অঞ্চলের মানুষের জন্য শেষ পর্যন্ত শান্তি আসবে।

আ/মি

 181
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।