শুক্রবার, ০২ মে, ২০২৫ English

পরীক্ষামূলক সম্প্রচার

English
সর্বশেষ

শিগগিরই খুলছে  মালয়েশিয়ার শ্রম দুয়ার

শিগগিরই খুলছে  মালয়েশিয়ার শ্রম দুয়ার
শিগগিরই খুলছে  মালয়েশিয়ার শ্রম দুয়ার
সর্বশেষ উপলব্ধ: মে ০১, ২০২৫ ০৭:১৫ অপরাহ্ন

শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য খুলতে যাচ্ছে শ্রম দুয়ার। মে মাসের দ্বিতীয় সপ্তাহেই মালয়েশিয়ার পুত্রজায়ায় বসবে বহুল প্রতীক্ষিত দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা। উপদেষ্টা আসিফ নজরুলের তত্ত্বাবধানে কূটনৈতিক পারদর্শিতায় বৈঠকের তারিখ চূড়ান্ত করেছে মালয়েশিয়া সরকার।

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাধারণ সদস্যরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, কর্মকর্তা সকল স্তরের কর্মচারীদের স্বাগত জানিয়েছেন।

বায়রা সদস্যরা বলেন, সংগঠনটির কিছু নেতা ইউনূস সরকারকে বিতর্কিত আর বেকায়দায় ফেলতে কখনো সিন্ডিকেট, কখনো অনলাইন সিস্টেম এবং কখনো শ্রমচুক্তিকে দায়ী করছেন। শুধু গুটিকয়েক নেতার নিউজ মিডিয়াতে দায়িত্বহীন বক্তব্য আর বিভিন্ন শ্রমবাজার নিয়ে অহেতুক বিতর্কের কারণে বিদেশে সংকুচিত হচ্ছে শ্রমবাজার, প্রভাব পড়ছে দ্বিপাক্ষিক সম্পর্কের। অভিযোগ আছে যে, সবই হচ্ছে পতিত হাসিনা সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী। শ্রমিক রপ্তানি বন্ধ করে রেমিট্যান্সের গলা চেপে ধরাই প্রধান এজেন্ডা।

 

তারা বলেন, বায়রার সাধারণ সদস্যদের দাবি একটাই যে কোনো শর্তে শ্রমবাজার খুলে দেয়া। শ্রমিক গ্রহণকারী দেশের সব শর্ত মানতে আমরা প্রস্তুত। একমাত্র ফ্যাসিস্টের দোসররাই শ্রমবাজার নিয়ে নানা শর্তজুড়ে দিচ্ছে।

আ/মি

 6
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।