শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

বাগেরহাটের সংসদীয় আসন ৪টিই থাকছে: হাইকোর্ট

বাগেরহাটের সংসদীয় আসন ৪টিই থাকছে: হাইকোর্ট
বাগেরহাটের সংসদীয় আসন ৪টিই থাকছে: হাইকোর্ট
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ১০, ২০২৫ ০৫:৫৯ অপরাহ্ন

বাগেরহাটের সংসদীয় আসন কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের (ইসি) গেজেটকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে বাগেরহাটে পূর্বের চারটি আসনই বহাল থাকছে।

সোমবার (১০ নভেম্বর) রায় ঘোষণা করেন হাইকোর্ট।

বহাল থাকা আসনগুলো হলো- বাগেরহাট- (মোল্লারহাট-ফকিরহাট-চিতালমারি), বাগেরহাট- (গেরহাট সদর-কচুয়া), বাগেরহাট- (রামপাল-মোংলা), বাগেরহাট- (মোড়েলগঞ্জ-সরণখোলা)

এর আগে নির্বাচন কমিশনে বাগেরহাট- আসনের সম্ভাব্য প্রার্থী স্বাধীনতা অধিকার আন্দোলনের চেয়ারম্যান কাজী মনিরুজ্জামান মনির প্রস্তাবিত সীমানা নিয়ে আপত্তি জানিয়ে সিইসি বরাবর  আবেদন জানিয়েছিলেন। তিনি বিএনপির অঙ্গ সংগঠন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা।

উজ্জল/মি.

 19
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।