বাগেরহাটের সংসদীয় আসন কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের (ইসি) গেজেটকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে বাগেরহাটে পূর্বের চারটি আসনই বহাল থাকছে।
সোমবার (১০ নভেম্বর) এ রায় ঘোষণা করেন হাইকোর্ট।
বহাল থাকা আসনগুলো হলো- বাগেরহাট-১ (মোল্লারহাট-ফকিরহাট-চিতালমারি), বাগেরহাট-২ (গেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা), বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-সরণখোলা)।

এর আগে নির্বাচন কমিশনে বাগেরহাট-৪ আসনের সম্ভাব্য প্রার্থী স্বাধীনতা অধিকার আন্দোলনের চেয়ারম্যান কাজী মনিরুজ্জামান মনির প্রস্তাবিত সীমানা নিয়ে আপত্তি জানিয়ে সিইসি বরাবর আবেদন জানিয়েছিলেন। তিনি বিএনপির অঙ্গ সংগঠন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা।
উজ্জল/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।