শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

শাহবাগে পুলিশের লাঠিচার্জ, শতাধিক প্রাথমিক শিক্ষক আহত

শাহবাগে পুলিশের লাঠিচার্জ, শতাধিক প্রাথমিক শিক্ষক আহত
শাহবাগে পুলিশের লাঠিচার্জ, শতাধিক প্রাথমিক শিক্ষক আহত
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ০৮, ২০২৫ ০৬:৩৮ অপরাহ্ন

রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ লাঠিচার্জে শতাধিক শিক্ষক আহত হয়েছেন। সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ, ১০ ১৬ বছর চাকরি পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদানে আন্দোলন করে আসছিলেন তারা।

শনিবার ( নভেম্বর) বিকেলে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে দেখা গেছে।

অনেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছেন, অনেকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আবার কিছু শিক্ষক চিকিৎসা নিয়ে চলে গেছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে কলম বিসর্জন কর্মসূচি পালন করতে শাহবাগে অবস্থান নিতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ লাঠিচার্জ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে অনেক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন।

আশিক/মি.

 26
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।