কোনো রাজনৈতিক দলেরই নিজেদের দাবি অন্যদরে ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করা ঠিক না। জোরপূর্বক কোনকিছু আদায় করা যায় না। সেজন্য জনগণের ম্যান্ডেট প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনতার ইশতেহার শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, দীর্ঘ আলোচনার পর ঐকমত্যের মাধ্যমে সনদ সই হয়েছে। বাস্তবায়নও ঐকমত্যের মাধ্যমে হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসলে ঐকমত্যকে সম্মান করতে হবে। এর বাইরে গিয়ে নতুন ইস্যু তৈরি করলে ঐকমত্যকে সম্মান দেয়া হচ্ছে না। কিছু রাজনৈতিক দরগুলোর মধ্যে এখনো ফ্যাসিস্ট মনমানসিকতা রয়ে গেছে। তা দূর করতে হবে। সংবিধানে গণভোট নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে সংসদেই জুলাই সনদের বাস্তবায়ন হবে।
তিনি বলেন যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বা বাধা সৃষ্টি করতে চায়, তারা কি এমন ঘটনা ঘটাতে চাইছে? নানা ঘটনা ঘটিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে কি না তা ভেবে দেখতে হবে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।