নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ ও সংশয় নেই। যারা সংশয় ছড়াচ্ছে; তারা স্বৈরাচারের দোসর। বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (৭ নভেম্বর) ময়মনসিংহ নগরীর কলেজ রোডে নাগরিক সমাজ ও সিটি ডিফেন্স পার্টি আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেন, ফেব্রয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। এনিয়ে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো গণভোট নিয়ে দ্রুত একটা সিদ্ধান্তে আসলে আমরা আরও দ্রুত ও সুন্দরভাবে নির্বাচন আয়োজন পারবো।
উজ্জল/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।