২৬১ নং চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন পেলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
আসনটিতে মনোয়ন নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা । বিএনপির সমর্থিত নেতাকর্মীদের মধ্যে ছিল চরম রাজনৈতিক উত্তেজনা। জালাল উদ্দিনের মনোয়ন হাতছাড়া হতে পারে এমন আশংকাও ছিল অনেকের। তবে সবকিছু ছাপিয়ে শেষ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড. জালাল উদ্দিনকেই দলীয় মনোনয়ন দিলেন।

আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসন আমলে নির্যাতন নিপীড়ন সহ্য করা তৃণমূলের নেতাকর্মীদের আগলে রেখেছিলেন জালাল উদ্দিন। আর এ কারনেই দলের দুঃসময়ে জোড়ালো ভূমিকা রাখায় বিএনপি তার ওপরই আস্থা রেখেছেন বলে দাবি বিএনপি সমর্থকদের।
দীর্ঘ ১৬ বছর পর গণতান্ত্রিক নির্বাচনের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আশিক/মিরর নিউজ
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।