শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

নির্বাচনে পক্ষপাতিত করলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে পক্ষপাতিত করলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনে পক্ষপাতিত করলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ০৪, ২০২৫ ০৬:৩১ অপরাহ্ন

নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার ( নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে জিডি করে রাখা হতো, শুধু কিন্তু এবার সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। পুলিশের প্রতি আমার নির্দেশনা হচ্ছে, নির্বাচন হতে হবে, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। পুলিশের কেউ অনৈতিক কাজে জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

নির্বাচনের আগে পুলিশ রদবদল বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২০১৪, ২০১৮ ২০২৪ সালের নির্বাচনে যারা জড়িত ছিলেন, তাদের ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করা হবে। যারা তিনটি নির্বাচনের সঙ্গেই জড়িত ছিল, তাদের বাদ দেয়া হবে।

বিগত সরকারের সময়ে লুট হওয়া অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,  কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড অস্ত্র চুরির বিষয়ে অনুসন্ধান চলছে।

আশিক/মি.

 37
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।