জনতার কাছে শাপলা প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে শাপলার সঙ্গে কলিও যোগ হয়েছে। এটা পজিটিভলি নিয়েছি। নির্বাচন কমিশনকে আমরা দ্রুতগতিতে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছি।
রোববার (২ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।
এনসিপির এ মুখ্য সমন্বয়ক বলেন, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ধানের শীষ বিএনপির প্রতীক এবং শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। কোনো দলের প্রতীক কোনো নমিশন বাণিজ্যের প্রতীক হতে পারে না।

নাসীরুদ্দীন বলেন,আমরা শাপলা কলি নেব। কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণের। সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিয়েছি। কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আমরা ইনশাআল্লাহ শাপলা কলি নিচ্ছি।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।