দেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। আশা করি, উৎসবমুখর পরিবেশে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচনে যারাই নির্বাচিত হবেন, তাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শনিবার (১ নভেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রতিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করলে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। তাই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, দেশে অস্থিশীল পরিস্থিতি করে ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশে বিভিন্ন আন্দোলন মানুষ করতে পারে। এসব যত ইস্যুই তৈরি করুন না কেন, আমরা নির্বাচন দেয়ার জন্য প্রস্তুত রয়েছি।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।