শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

রাজনৈতিক সংকট সৃষ্টিতে জনগণের সঙ্গে বিশ্বাঘাতকাত করেছে অন্তর্বর্তী সরকার : মির্জা ফখরুল

রাজনৈতিক সংকট সৃষ্টিতে জনগণের সঙ্গে বিশ্বাঘাতকাত করেছে অন্তর্বর্তী সরকার : মির্জা ফখরুল
রাজনৈতিক সংকট সৃষ্টিতে জনগণের সঙ্গে বিশ্বাঘাতকাত করেছে অন্তর্বর্তী সরকার : মির্জা ফখরুল
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ৩১, ২০২৫ ০৬:৪১ অপরাহ্ন

দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ঐকমত্যের চূড়ান্ত নথিতে বিএনপির মতভেদ বা নোট অব ডিসেন্ট গোপন করে আস্থার সেতু ভেঙে দিয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কজথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার দায় সম্পূর্ণভাবে অন্তর্বর্তী সরকারের ওপর বর্তায়। যখন আমরা নির্বাচনে যাবো, তখন সেই ঐকমত্যের বিষয়গুলো আমাদের ম্যানিফেস্টোতে থাকবে। জনগণ যদি আমাদের ভোট দেয়, তাহলে আমরা পার্লামেন্টে তা পাস করে দেশের পরিবর্তন ঘটাবো। আর যদি ভোট না দেয়, তাহলে সেটি বাদ পড়বে।

তিনি অভিযোগ করেন, জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে। আমরা যে বিশ্বাসযোগ্যতা আশা করেছিলাম, তা তারা রাখেনি। তাই বর্তমান রাজনৈতিক সংকটের দায় পুরোপুরি অন্তর্বর্তী সরকারের।

উজ্জল/মি.

 

 36
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।