গণভোট ইস্যুতে সিদ্ধান্ত যাই হোক না কেন ১৫ ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে। এটাকে পেছানোর কোনো শক্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরষ্কার বিতরণ শেষে তিনি একথা জানান।
প্রেস সচিব বলেন, যেটি দেশ ও জাতির জন্য শ্রেষ্ঠ, সেটিই করবেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বক্তব্য হুমকি হিসেবে দেখছি না।

মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ১৩ নভেম্বর এ বিষয়ে কিস্তারিত জানা যাবে।
২৪ এর গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকার বিষয় উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা একসঙ্গে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। নারীরা পিছিয়ে নেই। সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।