নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
দলের নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন এই ইস্যুতে আটকে আছে ।
প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেয়া হবে। কিন্তু প্রতীক ইস্যুতেই দুটি ভিন্ন অবস্থানে অনড় ছিল এনসিপি ও নির্বাচন কমিশন।

শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই বলে জানায় ইসি। শাপলার বদলে গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যে কোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় কমিশন।
তবে শাপলার দাবিতেই অনড় ছিল এনসিপি। এখন শাপলা কলি প্রতীক দলটি নিবে কীনা তা দেখার বিষয়। প্রাথমিকভাবে এনসিপি থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।