শনিবার, ২৬ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

তারেক রহমানের খালাতো ভাই তুহিন কারাগারে

তারেক রহমানের খালাতো ভাই তুহিন কারাগারে
তারেক রহমানের খালাতো ভাই তুহিন কারাগারে
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ২৯, ২০২৫ ০২:২০ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন কর ফাঁকির পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তার জামিন নামঞ্জুর করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। প্রথমে কর ফাঁকির মামলায় জামিন শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত- এর বিচারক কবির উদ্দিন প্রামাণিক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর কিছু সময় পর অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত- এর বিচারক প্রদীপ কুমার রায় মামলাতেও তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন।

আ/মি

 111
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।