রোববার (২৬ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করে একটি প্রজ্ঞাপন জারি হতে পারে। গেল ১২ অক্টোবর বিমানবন্দরটিকে আন্তর্জাতিক ঘোষণা করেছিল সরকার।

তবে কেন এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা-কক্সবাজার ফ্লাইটের মাধ্যমে এ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরুর কথা ছিল। এর আগে চলতি বছরের ২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে চিঠি দেয়া হয়েছিল।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।