সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

খাগড়াছড়িতে ১৪৪ ধারা

খাগড়াছড়িতে ১৪৪ ধারা
খাগড়াছড়িতে ১৪৪ ধারা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ০৫:১৬ অপরাহ্ন

পাহাড়ি বাঙালি দুই পক্ষের অবরোধ ঘিরে উত্তেজনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর উপজেলা পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আদেশ কার্যকর থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম এই আদেশ জারি করেন।

প্রশাসন সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে আদেশ দেয়া হয়েছে।

ইতোমধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশও টহল জোরদার করেছে।

আশিক/মি

 11
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।