মেট্রোরেলের কোনো স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে ঢুকার পর যাত্রা না করলে ১০০ টাকা জরিমানা করা হবে। রাজধানীর বিভিন্ন স্টেশনে এ সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে আগে পাঁচ মিনিটের মধ্যে বের হলে কোনো ভাড়া দিতে হতো না। কিন্তু সম্প্রতি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বিনা ভাড়ায় যাতায়াত হওয়ায় এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। চক্রটি দুই দলে ভাগ হয়ে কাজ করত—এক দল শুরুর স্টেশনে কার্ড স্ক্যান করে ঢুকত অন্য দল গন্তব্যে। এরপর কার্ডটি প্ল্যাটফর্মে থাকা সঙ্গীকে দিয়ে স্ক্যান করিয়ে বেরিয়ে যেত। এতে মেট্রোরেলের সিস্টেমে দেখাতো যাত্রী একই স্টেশনে ঢুকে বের হয়েছেন তাই ভাড়া কাটত না।
ডিএমটিসিএল সোমবার (২০ অক্টোবর) থেকে বিনা ভাড়ায় অ্যান্ট্রি-এক্সিট সুবিধা বন্ধ করেছে এবং সব স্টেশনে নোটিশ টানানো হয়েছে। এখন থেকে কেউ এ কৌশল ব্যবহার করলে ১০০ টাকা জরিমানা গুনতে হবে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।