শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সবচেয়ে সতর্ক নির্বাচন: ইসি আনোয়ারুল

ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সবচেয়ে সতর্ক নির্বাচন: ইসি আনোয়ারুল
ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সবচেয়ে সতর্ক নির্বাচন: ইসি আনোয়ারুল
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২২, ২০২৫ ০২:২০ অপরাহ্ন

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন দুই কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষমতার স্বাধীনতা পেয়েছি। তিনি জানিয়েছেন এখন তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ হচ্ছে এবং কর্মকর্তাদের ভয় পেতে হবে না সব সমর্থন দেয়া হবে। বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে ইউএনওদের উদ্দেশ্যে তিনি বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কনসিকন্সিয়াল। ইউএনওদের নির্দেশ দেয়া হয়েছে প্রস্তুত থাকার এবং কারও পক্ষে কাজ না করার।

ইসি আরও বলেন ৫ আগস্টের পর কিছু অস্থিতিশীল পরিস্থিতি ছিল কিন্তু এখন কর্মকর্তাদের ভয় নেই। এই সরকারের অধীনে নির্বাচন সততা ও নিষ্ঠা দেখানোর সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। কর্মকর্তাদের অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে। নির্বাচনের শিডিউল ঘোষণার পর আশপাশে কেউ থাকবে না বলে তিনি উল্লেখ করেন।

আশিক/মি

 72
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।