অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তিনি মন্দিরে যান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে যমুনা অতিথি ভবনে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। নেতারা তাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। বৈঠকে ইউনূস বলেন পূজা উপলক্ষ্যে প্রতিবছর ধর্মীয় নেতাদের সঙ্গে সরাসরি দেখা ও মতবিনিময়ের সুযোগ হয়। তিনি আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
হিন্দু ধর্মীয় নেতারা জানান গেল বারের তুলনায় এবার সারা দেশে এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে। প্রস্তুতির কাজ ইতোমধ্যে জোরেশোরে এগিয়ে চলছে।
উজ্জল/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।