সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

আন্তর্জাতিক খেলাধুলায় ইসরায়েলকে নিষিদ্ধের আহ্বান স্পেনের

আন্তর্জাতিক খেলাধুলায় ইসরায়েলকে নিষিদ্ধের আহ্বান স্পেনের
আন্তর্জাতিক খেলাধুলায় ইসরায়েলকে নিষিদ্ধের আহ্বান স্পেনের
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ন

গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে বৈশ্বিক খেলাধুলার প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা উচিত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজ দলের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন ইউক্রেন আক্রমণের পর যেমন রাশিয়াকে আন্তর্জাতিক ক্রীড়া থেকে বহিষ্কার করা হয়েছিল ইসরায়েলের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিতে হবে। তার ভাষায় গাজায় হামলার পরও বৈশ্বিক প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণ নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। এদিকে স্পেন ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে প্রায় এক বিলিয়ন ইউরোর অস্ত্রচুক্তি বাতিল করেছে। এর মধ্যে ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের রকেট লঞ্চার এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েলের চুক্তি অন্তর্ভুক্ত।

এর আগে মাদ্রিদে ভুয়েল্তা আ এস্পানিয়া সাইক্লিং রেসে ইসরায়েলি দলের অংশগ্রহণের প্রতিবাদে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করলে সংঘর্ষে অন্তত ২২ জন আহত হন এবং দুইজনকে আটক করা হয়। স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়াও একই আহ্বান জানিয়ে বলেছিলেন ২০২২ সালে রাশিয়ার ওপর যেমন নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল ইসরায়েলের ক্ষেত্রেও সেই নীতি অনুসরণ না করা হলে তা হবে দ্বিচারিতা।

আশিক/মি

 55
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।