জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্য নেয়া হয়।
এদিন সকাল পৌনে ১১টায় ট্রাইব্যুনালে উপস্থিত হন মাহমুদুর রহমান। প্রসিকিউশন জানায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সাক্ষ্য দেবেন। এর আগে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৫ জন সাক্ষ্য দিয়েছেন যাদের মধ্যে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের নির্দেশে গণহত্যা সংঘটিত হয়েছে বলে স্বীকার করে ক্ষমা চান এবং অজানা তথ্য প্রকাশ করেন। সাক্ষীদের জবানবন্দিতে গেল বছরের আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ ও নৃশংস বর্ণনা উঠে এসেছে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা শেখ হাসিনা কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
গেল ১০ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে। আনুষ্ঠানিক অভিযোগের নথি আট হাজার ৭৪৭ পৃষ্ঠার যেখানে তথ্যসূত্র দালিলিক প্রমাণাদি ও শহীদ তালিকা অন্তর্ভুক্ত রয়েছে। এ মামলায় ৮১ জন সাক্ষী তালিকাভুক্ত।
শামীম/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।