বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ছয় দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯।
প্রতিবেশী নেপাল ভারত মিয়ানমার ভুটান ও চীনেও একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তরাঞ্চলীয় আসামের ঢেকিয়াজুলি এলাকায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হওয়ায় আশপাশের অঞ্চলে তীব্র কম্পন টের পাওয়া যায়।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে উত্তরপূর্ব ভারতে রিখটার স্কেলে ৫ দশমিক ৭১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর উৎপত্তি হয় ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য মেলেনি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উজ্জল/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।