অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসের পর দায়িত্ব থেকে অবসর নেওয়ার আগে দেশের মানুষের জন্য কিছু করে যেতে চান। রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মনোভাবের কথা জানিয়েছেন।
উপদেষ্টা বলেন আগামী সরকারের কাজ শুরু হওয়ার আগে কিছু সেবা এবং সুফল মানুষের কাছে পৌঁছে দিতে চান। তিনি উল্লেখ করেন সেবা খাতে অনেক হয়রানি ও জটিলতা থাকে যা দূর করার চেষ্টা করা হবে। টিআরএমএস-এর মাধ্যমে দেশে সম্পূর্ণ প্রক্রিয়া ডিজিটাল হওয়ায় জনগণ সুবিধা পাবে এবং বিদেশি প্রতিষ্ঠান নির্ভরতা কমবে।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান আগামী বছর থেকে কর্পোরেট কর দাখিল সম্পূর্ণ অনলাইনে বাধ্যতামূলক করা হবে এবং ডিজিটালাইজেশন করে অডিট প্রক্রিয়া অটোমেটেড করা সম্ভব হবে। অনুষ্ঠানটি অন্যান্য কর-বিষয়ক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উজ্জল/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।