সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

ডাকসু ও জাকসুর  ব্যর্থতা বিএনপির জন্য সতর্ক সংকেত!

ডাকসু ও জাকসুর  ব্যর্থতা বিএনপির জন্য সতর্ক সংকেত!
ডাকসু ও জাকসুর  ব্যর্থতা বিএনপির জন্য সতর্ক সংকেত!
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ০২:১১ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের পরাজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বর্জন কেবল নির্বাচনী ফল নয় বরং বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে ছাত্রদল যে জনসমর্থন অর্জনে ব্যর্থ হয়েছে তা প্রমাণ করে সংগঠনটির দুর্বল সাংগঠনিক ভিত্তি ক্যাম্পাসে উপস্থিতির সংকট।

বিশ্ববিদ্যালয়গুলো ঐতিহ্যগতভাবে জাতীয় রাজনীতির প্রতিফলন হয়ে থাকে। ডাকসু জাকসুর এই ফলাফল তাই জাতীয় নির্বাচনে বিএনপির দুর্বল অবস্থানকেও ইঙ্গিত করে। তরুণ প্রজন্মের মধ্যে ছাত্রদল যে প্রত্যাশিত আস্থা তৈরি করতে পারেনি তা এখন স্পষ্ট। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো সংগঠনের শক্তি সাংগঠনিক প্রস্তুতির প্রমাণ দিয়েছে।

ছাত্রদলের এই ব্যর্থতা বিএনপির জন্য সতর্ক সংকেত। যদি তরুণদের আস্থা পুনরুদ্ধার করা না যায় তবে জাতীয় রাজনীতিতেও দলটির সংকট আরও গভীর হবে। তাই ছাত্র সংগঠন পুনর্গঠন নতুন প্রজন্মকে আস্থায় নেয়া এখন সময়ের দাবি।

মুহাম্মদ আশিকুল আলম

সিনিয়র সাংবাদিক।

 31
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।