প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোববার (১৪ সেপ্টেম্বর) বলেছেন মানুষ কারো চাকরি করার জন্য জন্ম নেয়নি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন প্রযুক্তি মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। এখন মানুষ বিশ্বের সঙ্গে যুক্ত হয়ে নিজের সক্ষমতা অনুযায়ী যেকোনো ক্ষেত্রে উদ্যোক্তা হতে পারছে। পিকেএসএফ নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে এবং প্রতিটি মানুষকে তার সক্ষমতা অনুযায়ী সুযোগ করে দেবে। তিনি আরও বলেন বর্তমান প্রজন্ম পূর্বের প্রজন্মের মতো নয়। তারা অনেক পরিবর্তিত এবং এগিয়ে গেছে। প্রযুক্তি, বিনিয়োগ এবং আইন-কানুনের উন্নতির মাধ্যমে মানুষকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা সম্ভব। পিকেএসএফ-এর জন্মে বিশ্বব্যাংক থেকে ২০ কোটি টাকার একটি ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ফান্ডের মাধ্যমে দারিদ্র্য নিরসনে কার্যক্রমে নতুন দিকনির্দেশনা এসেছে।
উজ্জল/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।