জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা ১৯টি কেন্দ্রের সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী এ তথ্য জানান।
তিনি জানান কাজী নজরুল ইসলাম হল ও রবীন্দ্রনাথ হলের ভোট গণনার কাজ এখনও চলছে। এ দুটি কেন্দ্রের গণনা শেষ হলে ২১টি কেন্দ্রের ভোট গণনা সম্পূর্ণ হবে। হাতে গণনা হওয়ায় কিছুটা সময় লাগছে তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত কাজ শেষ করতে নিরলসভাবে চেষ্টা করছেন।
জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন সন্ধ্যা ৭টা নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮। প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।
এ নির্বাচনে ছাত্রদলসহ চারটি প্যানেল ভোট বয়কট করেছে। লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক পদত্যাগ করেছেন।
উজ্জল/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।