সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

জাকসু নির্বাচনে চলছে তৃতীয়দিনের ভোট গণনা

জাকসু নির্বাচনে চলছে তৃতীয়দিনের ভোট গণনা
জাকসু নির্বাচনে চলছে তৃতীয়দিনের ভোট গণনা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে টানা তৃতীয়দিনেও। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত মোট ১২ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে তবে এখনও বাকি রয়েছে ৯ কেন্দ্রের ফলাফল।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। এর আগে সবগুলো হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। তবে গণনা কবে শেষ হবে সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছিলেন শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ফলাফল প্রকাশ করা হবে। তবে সেই ঘোষণা বাস্তবায়ন সম্ভব হয়নি। কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বলেছিলেন রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা হবে।

গেল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওইদিন রাত সোয়া ১০টা থেকে শুরু হওয়া ভোট গণনা এখনো চলছে। জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। মোট ভোট পড়েছে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ।

উজ্জল/মি

 45
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।