সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় শিক্ষিকার মৃত্যু

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় শিক্ষিকার মৃত্যু
জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় শিক্ষিকার মৃত্যু
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১২, ২০২৫ ১২:০২ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় মারা গেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। তিনি প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সিনেট হলের সামনে হঠাৎ অসুস্থ হয়ে তিনি পড়ে যান। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান রাতে ভোট গণনার কাজ সম্পন্ন করা যায়নি বলে সকালে গণনা করার জন্য সবাই হলে আসেন। এ সময় ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষিকার মরদেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

উজ্জল/মি

 55
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।