সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে প্রধান উপদেষ্টার পত্র হস্তান্তর

পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে প্রধান উপদেষ্টার পত্র হস্তান্তর
পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে প্রধান উপদেষ্টার পত্র হস্তান্তর
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১১, ২০২৫ ০৪:০৫ অপরাহ্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শাহবাজ শরিফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ইসলামাবাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পাক প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। এসময় তিনি নিউইয়র্ক ও কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে হওয়া বৈঠকের প্রশংসা করেন এবং দারিদ্র্য দূরীকরণে তাঁর অবদানকে স্মরণ করেন।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের একটি পত্র পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ধর্ম উপদেষ্টা। ওই পত্রে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাক্ষাতে ঢাকাকরাচী সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপন, কৃষি, প্রযুক্তি, চিকিৎসা ও ধর্মতত্ত্ব বিষয়ে শিক্ষার্থী বিনিময় এবং উচ্চশিক্ষায় বৃত্তি প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। ইতোমধ্যে পাকিস্তান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনার্স থেকে পিএইচডি পর্যায়ে ৫০০টি বৃত্তি অনুমোদন দিয়েছে।

এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, ধর্ম বিষয়ক মন্ত্রী সরদার ইউসুফ খানসহ মন্ত্রিপরিষদের শীর্ষ সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান ও উপদেষ্টার একান্ত সচিবও অনুষ্ঠানে যোগ দেন।

শামীম/মি

 27
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।