জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে একাধিক কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। এতে কয়েকটি হলে হট্টগোলের ঘটনা ঘটে। এমনকি একটি হলে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাজউদ্দীন আহমদ হলে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এবং তাদের প্যানেলের এজিএস প্রার্থী প্রবেশের চেষ্টা করেন। কিন্তু কর্তৃপক্ষ প্রবেশের অনুমতি না দিলে তারা কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ফলে কেন্দ্রের সামনে উত্তেজনা সৃষ্টি হলেও ভেতরে ভোটগ্রহণ চলমান থাকে।
এর আগে ছাত্রীদের ফজিলাতুন্নেসা হলে একই প্রার্থী প্রবেশ করলে শিক্ষার্থীরা তীব্র বিক্ষোভ শুরু করেন। হট্টগোলের কারণে দুপুর সাড়ে ১২টা থেকে ওই হলে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী কেবলমাত্র ভোটার, নির্বাচনী কর্মকর্তা ও অনুমোদিত ব্যক্তিরাই ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেন। এই নিয়ম অমান্য করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
উজ্জল/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।