ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে বেশিরভাগ প্রার্থীর ভোট সংখ্যা ছিল অত্যন্ত কম। তিনজন প্রার্থী মাত্র একটি করে ভোট পান। মোট ২০ জন প্রার্থী ১০ ভোটও পেরোতে পারেননি এবং আরও ১০ জন প্রার্থীর ভোট ছিল ৫০টির নিচে।
তালিকায় দেখা যায় অনেকেই পেয়েছেন ২ থেকে ১০ ভোটের মধ্যে। যেমন নাছিম উদ্দিন ২ ভোট, ফয়সাল আহমেদ ৪ ভোট, মাহদী হাসান ৯ ভোট, আবু তৈয়ব ১০ ভোটসহ অনেকে। আবার ৫০ এর নিচে ভোট পাওয়া প্রার্থীদের মধ্যে আছেন আরিফুল ইসলাম ২৩ ভোট, জাহিদ হাসান ১৭ ভোট, তাহমিনা আক্তার ২৬ ভোট ও ছাদেক হোসেন ৩৯ ভোট।
অন্যদিকে বেশি ভোট পেয়েছেন মাত্র ৯ জন প্রার্থী। তাদের মধ্যে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাদিক কায়েম বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৩ ভোট এবং চতুর্থ অবস্থানে থাকা উমামা ফাতেমার ভোট সংখ্যা ছিল ৩ হাজার ৩৮৯। আব্দুল কাদের ১ হাজার ১০৩ ভোট নিয়ে পঞ্চম স্থানে আছেন। এছাড়া জামালউদ্দীন খালিদ ৫০৩ ভোট, বিন ইয়ামীন মোল্লা ১৩৬ ভোট, শেখ তাসনিম আফরোজ ইমি ৬৮ ভোট এবং ইয়াছিন আরাফাত ৬২ ভোট পেয়েছেন।
উজ্জল/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।