সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

জুলাই আন্দোলনের রক্তাক্ত তন্বি ডাকসুতে বিপুল ভোটে জয়

জুলাই আন্দোলনের রক্তাক্ত তন্বি ডাকসুতে বিপুল ভোটে জয়
জুলাই আন্দোলনের রক্তাক্ত তন্বি ডাকসুতে বিপুল ভোটে জয়
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১০, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ন

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বি বিজয়ী হয়েছেন। চূড়ান্ত ফলাফলে তন্বি ১১,৭৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. সাজ্জাদ হোসাইন খান যিনি পেয়েছেন ৭,১৮৯ ভোট

তন্বি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের মারপিটে রক্তাক্ত হন। তার রক্তাক্ত মুখের ছবি ভাইরাল হয়ে আন্দোলনের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

ঢাকায় সিনেট ভবনে বুধবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সহ মোট ২৮টি পদে প্রাধান্য পেয়েছে।

·         ভিপি পদে জয়ী: সাদিক কায়েম (১৪,০৪২ ভোট)

·         জিএস পদে জয়ী: এস এম ফরহাদ (১০,৭৯৪ ভোট)

·         এজিএস পদে জয়ী: মহিউদ্দীন খান (১১,৭৭২ ভোট)

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দেন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী, আর ১৮টি হল থেকে হল সংসদের ১৩টি পদে ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হয়।

আশিক/মি

 47
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।