সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

কঠোর নিরাপত্তায় চলছে ডাকসু ভোট গ্রহন

কঠোর নিরাপত্তায় চলছে ডাকসু ভোট গ্রহন
কঠোর নিরাপত্তায় চলছে ডাকসু ভোট গ্রহন
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ১২:১৬ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই বিভিন্ন কেন্দ্রে গড়ে ওঠে ভোটারদের দীর্ঘ লাইন। ক্যাম্পাসের সড়কজুড়ে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চোখে-মুখে ক্লান্তির বদলে দেখা গেছে উচ্ছ্বাস আর প্রত্যাশার ছাপ।

টিএসসি এলাকা থেকে শুরু হয়ে দীর্ঘ লাইন প্রসারিত হয় পাশের সড়ক পর্যন্ত। প্রখর রোদেও শিক্ষার্থীরা হাতে পরিচয়পত্র নিয়ে অপেক্ষা করেন ধৈর্যের সঙ্গে। কেউ ছাতার নিচে দাঁড়িয়ে থাকেন, কেউ বন্ধুর সঙ্গে আড্ডা দেন আবার অনেকে ছবি তুলে রাখেন স্মৃতির জন্য।

শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ করে মেয়েদের উপস্থিতি চোখে পড়ার মতো। রোকেয়া হলের রাফিয়া ইসলাম জানান রোদে দাঁড়িয়ে থাকা কঠিন হলেও নিজের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দ পেয়েছেন। শিক্ষার্থী নাহিদা আক্তারের মতে এটি কেবল একটি নির্বাচন নয় বরং মত প্রকাশের বড় সুযোগ। আরেকজন ছাত্রী সুমাইয়া খাতুন বলেন মেয়েদের অংশগ্রহণ অনেক বেশি যা তাদের গর্বিত করেছে।

এবারের নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮টি পদে। এর মধ্যে সহ সভাপতি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে ১৯ জন এবং সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন। নারী প্রার্থীর সংখ্যা ৬২ জন।

আশিক/মি

 50
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।