বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোট হলে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা ক্ষুণ্ণ হবে। তিনি বলেন ওই পদ্ধতিতে জনগণ নয় রাজনৈতিক দলই ঠিক করবে কে হবে প্রতিনিধি।
সোমবার (১৩ অক্টোবর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন হঠাৎ করে পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন চালানো ঠিক হবে না এবং বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দেয়া উচিত।
তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় এলে সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে এবং চার কোটি বেকারের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন আগামী নির্বাচনে জনগণ আবারও প্রমাণ করবে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিষ্টান ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফাদার আলবার্ট রোজারিও এবং সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের সাধারণ সম্পাদক অনিল লিও কস্তা।
উজ্জল/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।