ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন উপদেষ্টারা দেশের টাকা লুটপাট করেনি। কাজেই তাদের দেশ ছাড়ার প্রশ্নই ওঠে না।
সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা।
ধর্ম উপদেষ্টার বলেন, গেল বছরের ৫ থেকে ৮ আগস্ট দেশে কোনো সরকার ছিল না। এখন সবকিছু স্থিতিশীল হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ফ্রেবুয়ারীর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে ক্ষমতা হস্তান্তর করতে চাই।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত না ধর্মীয় কোন বিষয়ের শিক্ষক দরকার তা নিয়ে চলমান বিতর্কের মধ্যে কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে যারা দাওরা হাদিসের সনদপ্রাপ্ত তাদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে ডিও লেটার দিয়েছি।
ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, হজ্বে যেতে এ পর্যন্ত ৬০ হাজার হজ্ব প্রত্যাশী নিবন্ধন করেছেন। এখনো যাদের নিবন্ধন হয়নি তাদের বিষয়টি সৌদি সরকারের সঙ্গে আলোচনা করা হবে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।