শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১২, ২০২৫ ০৩:৩৫ অপরাহ্ন

শিক্ষা মন্ত্রণালয়ের অবহেলার অভিযোগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন২০২৫ বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে কলেজ থেকে বের হয়ে তারা মোড়টি আটকে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা ঢাকা কলেজকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় থেকে আলাদা রাখার দাবি জানান। তারা জানান ঢাকা কলেজের স্বকীয়তা রক্ষাই তাদের মূল লক্ষ্য। যে খসড়া প্রকাশ হয়েছে তা পর্যালোচনা করে তারা এর বিরোধিতা করছেন। শিক্ষার্থীদের বক্তব্য ঢাকা কলেজের অস্তিত্ব যেমন আছে তেমনই থাকবে। তবে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন মনে করলে তা অন্য কোথাও গঠন করা যেতে পারে।

কিছুক্ষণ অবস্থান শেষে তারা মিছিল নিয়ে নীলক্ষেত মোড় ঘুরে ফের কলেজে ফিরে যান। চলতি বছরের ২৬ মার্চ সাত সরকারি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের ঘোষণা দেয় সরকার।

হাবিব/মি

 61
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।