জাতীয় প্রেস ক্লাবের সামনে বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে অবস্থানরত শিক্ষকদের ওপর পুলিশ রোববার (১২ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে জলকামান নিক্ষেপ করে। একই সময়ে সাউন্ড গ্রেনেডের শব্দও পাওয়া যায়।
জলকামান ও সাউন্ড গ্রেনেডের কারণে শিক্ষকেরা ছত্রভঙ্গ হলেও তারা দফায় দফায় রাস্তায় ফিরে এসে অবস্থান নিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। পুলিশ পরে লাঠিচার্জের মাধ্যমে তাদের সরানোর চেষ্টা করে। দফায় দফায় শিক্ষকদের অবস্থান এবং মিছিল শহীদ মিনারের দিকে চলে যাওয়ায় উত্তেজনা তৈরি হয়। তবে আরেকটি অংশ প্রেস ক্লাবের সামনে অবস্থান অব্যাহত রাখতে চায় এবং সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দেয়। শিক্ষক নেতারা জানিয়েছেন মঙ্গলবার থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
উজ্জল/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।