শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

নির্বাচনকালীন দায়িত্ব পালন চ্যালেঞ্জ তবে নিরপেক্ষতা বজায় রাখবো: এহছানুল হক।

নির্বাচনকালীন দায়িত্ব পালন চ্যালেঞ্জ তবে নিরপেক্ষতা বজায় রাখবো: এহছানুল হক।
নির্বাচনকালীন দায়িত্ব পালন চ্যালেঞ্জ তবে নিরপেক্ষতা বজায় রাখবো: এহছানুল হক।
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১২, ২০২৫ ০১:১৫ অপরাহ্ন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব মো. এহছানুল হক জানিয়েছেন নির্বাচনকালীন দায়িত্ব পালন চ্যালেঞ্জিং হলেও তিনি নিরপেক্ষতা বজায় রাখবেন।

সচিবালয়ে দায়িত্ব নেয়ার প্রথম দিনে এহছানুল হক বলেন নির্বাচন কমিশনার যেভাবে নির্দেশ দেবেন মাঠ প্রশাসন সেভাবেই কাজ করবে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সততা ও নিষ্পক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

উজ্জল/মি

 37
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।