প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন পতিত শক্তি গণ্ডগোল সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। শুক্রবার (২৬ জুলাই ২০২৫) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দলের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন অভ্যুত্থানপ্রবণ সব শক্তিকে এক হয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। তা না হলে বিরাট একটি সম্ভাবনা আমাদের হাতছাড়া হয়ে যাবে। প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনী প্রস্তুতি এগোলেই নানা ষড়যন্ত্র সামনে আসছে। কিন্তু গণতন্ত্রের পথে কোনো বাধাই সফল হবে না।
তিনি ফ্যাসিবাদবিরোধী সব গণতান্ত্রিক শক্তির ঐক্য বজায় রাখার তাগিদ দেন। বলেন যারা হার মেনেছে তারাই অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত। দেশের অগ্রযাত্রা ব্যাহত করতেই এই ষড়যন্ত্র চলছে।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন তিনি। রাজনৈতিক নেতারাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
বৈঠকে ১২ দলীয় জোট, জাতীয় গণফ্রন্ট, খেলাফত মজলিস, লেবার পার্টি, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।