রবিবার, ২৭ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

জাহাজ ভাঙা শিল্পে আন্তর্জাতিকমান নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: উপদেষ্টা সাখাওয়াত

জাহাজ ভাঙা শিল্পে আন্তর্জাতিকমান নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: উপদেষ্টা সাখাওয়াত
জাহাজ ভাঙা শিল্পে আন্তর্জাতিকমান নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: উপদেষ্টা সাখাওয়াত
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৬, ২০২৫ ০৬:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে গিয়ে অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) . এম সাখাওয়াত হোসেন বলেছেন জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত ইয়ার্ডগুলোকে গ্রিন শিপ ইয়ার্ডে রূপান্তরের জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন হংকং কনভেনশন অনুসরণ করায় ইতিমধ্যে চট্টগ্রামের ১৪টি ইয়ার্ড গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে। আরও কয়েকটি ইয়ার্ড প্রক্রিয়াধীন রয়েছে। যারা এখনো এই সনদ পায়নি তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে। তবে আন্তর্জাতিক মান মেনে চলতে আগ্রহীদের সব ধরনের সহায়তা দেবে সরকার।

তিনি বলেন পরিবেশ সুরক্ষা আন্তর্জাতিকমান বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। একইসঙ্গে শ্রমিকদের নিরাপত্তা কর্মপরিবেশ নিশ্চিত করতে মালিকদের কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

এসময় উপদেষ্টা জানান শিপিং খাতের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও তিনটি জাহাজ কেনা হচ্ছে। পরে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি পরিদর্শন করেন।

আশিক/মি

 13
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।