রবিবার, ২৭ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ দুইজন শিক্ষার্থীর ছাড়পত্র

মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ দুইজন শিক্ষার্থীর  ছাড়পত্র
মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ দুইজন শিক্ষার্থীর ছাড়পত্র
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৬, ২০২৫ ০৫:৫৩ অপরাহ্ন

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে ভর্তি রয়েছেন ৩৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে চারজন আশঙ্কাজনক এবং নয়জন গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। শনিবার (২৬ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন।

তিনি বলেন গেল ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা গেছেন যা অত্যন্ত দুঃখজনক। তবে আজ থেকে রোগীদের রিলিজ দেয়া শুরু হচ্ছে। আজই দুই শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।

পরিচালক আশা প্রকাশ করেন আগামী সপ্তাহে আরও ১০ জন রোগীকে ছাড়পত্র দেয়া সম্ভব হবে। তিনি জানান বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং চিকিৎসা সরঞ্জাম প্রয়োজনীয় ওষুধ আগেই মজুত রাখা হয়েছে।

তিনি বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে রোগীরা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

আশিক/মি

 11
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।