শনিবার, ২৬ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

উত্তরায় বিমান দুর্ঘটনায় শনাক্ত হলো ৫ মরদেহের পরিচয়

উত্তরায় বিমান দুর্ঘটনায় শনাক্ত হলো ৫ মরদেহের পরিচয়
উত্তরায় বিমান দুর্ঘটনায় শনাক্ত হলো ৫ মরদেহের পরিচয়
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৪, ২০২৫ ০৫:০৫ অপরাহ্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে যাওয়া পাঁচজনের মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক ল্যাব।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান দুর্ঘটনায় নিহত পাঁচজনের দেহাবশেষ থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে ১১ জন দাবিদারের রক্তের নমুনার ডিএনএ মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হয়েছে।

এর আগে সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা মরদেহগুলোর ১১টি নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনার বিপরীতে একাধিক পরিবারের সদস্যরা সিআইডিতে গিয়ে রক্ত দিয়ে যান।

বুধবার (২৩ জুলাই) সরকারের পক্ষ থেকে এক তথ্য বিবরণীতে নিখোঁজদের পরিবারের সদস্যদের সিআইডি অফিসে গিয়ে ডিএনএ নমুনা দেয়ার আহ্বান জানানো হয় যাতে শনাক্ত কার্যক্রম দ্রুত শেষ করা যায়।

আশিক/মি

 21
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।