শনিবার, ২৬ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

আমেরিকা, ভারত, চীন নয়, নিজেদের উন্নয়ন নিজেদেরই করতে হবে: মির্জা ফখরুল

আমেরিকা, ভারত, চীন নয়, নিজেদের উন্নয়ন নিজেদেরই করতে হবে: মির্জা ফখরুল
আমেরিকা, ভারত, চীন নয়, নিজেদের উন্নয়ন নিজেদেরই করতে হবে: মির্জা ফখরুল
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ১৯, ২০২৫ ০৫:২৯ অপরাহ্ন

আমেরিকা, ভারত, চীন নয়, নিজেদের উন্নয়ন নিজেদেরই করতে হবে। আসুন আমরা এক হয়ে যাই। . ইউনূসকে সগযোগিতা করি।

শনিবার (১৯ মার্চ) রাজধানীর বসুন্ধরায় রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম এর দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এমন আহ্বান জানিয়েছেন  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে বিএনপি মহসাসচিব বলেন, দেশে রাজনৈতিক সমস্যা থাকলেও কৃষক আর খেটে খাওয়া মানুষের সমস্যার সমাধান করলে উন্নতি সম্ভব। শুল্ক আরোপের প্রভাব কাটিয়ে উঠার ওপর জোর দেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, চারদিকে টেলিভিশনের টকশো, বিদ্বান মানুষের কথা ও রাজনৈতিক বক্তব্যসহ সবকিছু শুনে সবাই কেমন যেন হতাশ হয়ে পড়ছে। তিনি বলেন,  এতো যে রক্তপাত, মানুষের বুক খালি হলো, শেষ পর্যন্ত তার পরিণতি কী হবে? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভালো হবে, খুব ভালো হবে। কারণ আমরা দেশের মানুষরা চিরকাল ভালোর জন্য লড়াই-সংগ্রাম করেছি এবং জয়ী হয়েছি। বিশেষ করে আমাদের তরুণ ছেলেরা, আজ বাংলাদেশের যা কিছু ভালো অর্জন, সবই তাদের জন্য। ৫২র ভাষা আন্দোলন থেকে সর্বশেষ ২০২৪ সালের জুলাই- আগস্টের আন্দোলনের একবারে ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে তরুণরা।

আ/মি

 

 

 118
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।