শনিবার, ২৬ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬জন আটক

মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬জন আটক
মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬জন আটক
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ১৮, ২০২৫ ০৩:৪০ অপরাহ্ন

১৬৫ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৫০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।  মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি ব্যবসায়িক এলাকায় অভিযান চালানো হয়। ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের বিভিন্ন পদের ১৮৫ জন ইমিগ্রেশন অফিসারের একটি বাহিনী এবং জাতীয় নিবন্ধন বিভাগের মতো অন্যান্য সংস্থার সহায়তায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেট টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যাদের আটক করা হয়েছে এর মধ্যে বাংলাদেশি ছিলেন ১৬৫ জন। ছাড়া নেপালের ১২৪ জন। অভিযান থেকে ৫৮ নারীকেও আটক করা হয়। তবে আটক নারীদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না।  আটককৃতদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।

আ/মি

 118
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।