শুক্রবার, ০২ মে, ২০২৫ English

পরীক্ষামূলক সম্প্রচার

English
সর্বশেষ

ক্যানসারের টিকা তৈরি করলো রাশিয়া, বিনামূল্যে হবে বিতরণ

ক্যানসারের টিকা তৈরি করলো রাশিয়া, বিনামূল্যে হবে বিতরণ
ক্যানসারের টিকা তৈরি করলো রাশিয়া, বিনামূল্যে হবে বিতরণ
সর্বশেষ উপলব্ধ: ডিসেম্বর ১৮, ২০২৪ ০৮:০০ অপরাহ্ন

ক্যানসার প্রতিরোধ করতে সক্ষম এমন একটি টিকা তৈরি করেছে রাশিয়া। শিগগিরই  বিনামূল্যে টিকাটি রোগীদের মাঝে বিতরণ করা হবে।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন গবেষণা কেন্দ্র রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রিয়ে ক্যাপরিন জানান আশা করছি ২০২৫ সালের শুরুর দিকেই জনগণের জন্য আমরা এই টিকা উন্মুক্ত করতে পারবো”।

রেডিও রাশিয়াকে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আন্দ্রিয়ে ক্যাপরিন বলেন, নতুন এই টিকা তৈরিতে সর্বাধুনিক ম্যাসেঞ্জার আরএনএ বা এমআরএনএ প্রযুক্তি অনুসরণ করা হয়েছে। প্রযুক্তিতে টিকা প্রস্তুতের মূল উপকরণ হিসেবে ব্যবহার করা হয় বিশেষভাবে শক্তিশালী তরল প্রোটিনকে। টিকার মাধ্যমে এই প্রোটিন মানবদেহে প্রবেশের পর ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোষগুলোকে ধ্বংসের জন্য রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তুলবে।

রাশিয়ার বেশ কয়েকটি প্রথমসারির ক্যানসার গবেষণাকেন্দ্রের সঙ্গে সমন্বিতভাবে প্রস্তুত টিকাটির মেডিকেল ট্রায়ালও শেষ হয়েছে। ট্রায়ালের ফলাফলে, টিউমার গড়ে ওঠা এবং সেখান থেকে ক্যানসারের কোষ সারা দেহে ছড়িয়ে পড়া রোধ করতে নতুন এই টিকার কার্যকারিতা বেশ সন্তোষজনক।

এর আগে করোনা মহামারির সময় টিকা প্রস্তুত করে তাক লাগিয়ে দিয়েছিল রাশিয়া। ২০২০ সালের আগস্টে বাজারে আসাস্পুটনিকবিশ্বের অন্তত দেড়শটি দেশে মহামারি প্রতিরোধ করেছে।

আ/মি

 21
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।