দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি এক সাক্ষাৎকারে জন্মদিন ব্যক্তিগত অনুভূতি ও কলকাতার প্রতি ভালোবাসার কথা বলেছেন।
উপহারের প্রসঙ্গে তিনি বলেন, তার একটি বাকেট লিস্ট আছে—সেখান থেকে কিছু পেলে সবচেয়ে খুশি হন। একবার পছন্দের শাড়ি বন্ধু উপহার দিলে খুব ভালো লাগে। তবে সবচেয়ে খুশি হন গাছ পেলে।
কলকাতা প্রসঙ্গে জয়া বলেন এই শহরের একটা অদ্ভুত চরিত্র আছে। ভাষায় বোঝানো কঠিন। পৃথিবীর আর কোনো শহর কলকাতার মতো মনে হয় না।
তিনি জানান ছোটবেলায় মাকে লেখা রঙিন চিঠি ছিল এখনকার তুলনায় অনেক বেশি আবেগঘন। এখন লিখতে গেলে কিছুই বের হয় না।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।