শুক্রবার, ০২ মে, ২০২৫ English

পরীক্ষামূলক সম্প্রচার

English
সর্বশেষ

আজ আন্তর্জাতিক নারী দিবস

আজ আন্তর্জাতিক নারী দিবস
আজ আন্তর্জাতিক নারী দিবস
সর্বশেষ উপলব্ধ: মার্চ ০৮, ২০২৫ ০৯:৪৭ পূর্বাহ্ন

আজ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি সম্মান প্রদর্শনে প্রতিবছর বিশ্বব্যাপি এই দিনে দিবসটি পালিত হয়।

১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রে নারী শ্রমিকদের হাত ধরেই সূচনা ঘটে নারী দিবসের। প্রায় ১৫ হাজার নারী সেদিন নিউইয়র্ক সিটির রাস্তায় নেমেছিলেন। বিশ্বব্যাপী প্রতি বছর পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটিতে প্রথম নারী দিবস পালন করা হয়। এটি জাতীয় নারী দিবস হিসেবে পরিচিত ছিল। অ্যাক্টিভিস্ট থেরেসা মালকিয়েলের পরামর্শে আমেরিকার সোশ্যালিস্ট পার্টি এই তারিখে দিনটি উদযাপন করে।

১৯১০ সালের আগস্টে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন। সম্মেলনে জার্মান রাজনীতিবিদ সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন প্রতি বছর মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচ পালন করছে নারি সংগঠনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

আ/মি

 10
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।