শুক্রবার, ০২ মে, ২০২৫ English

পরীক্ষামূলক সম্প্রচার

English
সর্বশেষ

ওয়ানডে থেকে মুশফিকের অবসর

ওয়ানডে থেকে মুশফিকের অবসর
ওয়ানডে থেকে মুশফিকের অবসর
সর্বশেষ উপলব্ধ: মার্চ ০৬, ২০২৫ ০৯:৪৮ পূর্বাহ্ন

একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। বুধবার ( মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি একথা জানান দেন।

 নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে মুশফিক অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন, আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে। তবে কথা নিশ্চিত যে, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম, আমি নিষ্ঠা সততার সঙ্গে শতভাগের বেশি দিয়ে খেলতাম।

এর আগে ২০২২ সালে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট টি-টোয়েন্টিকেও বিদায় বলে দিয়েছিলেন। এবার ওয়ানডে থেকেও অবসর নিলেন। মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন।

আ/মি

 23
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।